
সার্টিফিকেট হারানো বিজ্ঞপ্তি
আমি নিম্নস্বাক্ষরকারী জান্নাতুল ফেরদৌস (২০), পিতা: মোঃ রাজন বেপারী, মাতা: হালিমা বেগম, জাতীয় পরিচয় পত্র নং: ৭৮৩১৭২৫৭৫৪ ঠিকানা (স্থায়ী), গ্রাম রগুনিয়া, ইউনিয়ন/ওয়ার্ড-রশুনিয়া, থানা-সিরাজদিখান, জেলা -মুন্সীগঞ্জ ও ঠিকানা (বর্তমান)-, দক্ষিন টেংরা, ৬৭, ডেমরা, ঢাকা, ঢাকা, মোবাইল নং-০১৬৭৬৯২৪৮৫১।
সার্টিফিকেট বিবরনি
এই মর্মে জানাইতেছি যে, ইং ০৫/১১/২০২৫ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার রাস্তার মোড়ে আমার এস.এস.সি এর সনদ, মার্কশীট, টেস্ট মোনিয়াল যার রেজিঃ নং-১৭১০৭৪২৪৪৮/২০১৮, রোল নং-২১৭৭৮৭, প্রতিষ্ঠানের নাম-গোরান আদর্শ উচ্চ বিদ্যালয় (১০৬২), ও এইচ.এস.সি এর মার্কশীট এবং রেজিষ্ট্রেশন কার্ড যার রেজিঃ নং-১৭১০৭৪২৪৪৮/২০২০-২১, রোল নং-১৪০৩৩৫, প্রতিষ্ঠানের নাম-কবি নজরুল সরকারী কলেজ (১৩৭৭), সর্ব বিভাগ-বিজ্ঞান, বোর্ড-ঢাকা এর মূল কপি হারিয়ে যায়।
উক্ত বিষয়টি আমি ডেমরা থানায় অত্র ৭/১১/২০২৫ জিডি করি যাহার নাম্বার
জিডি ট্র্যাকিং নং: 6KKW4এ
জিডি নং: ৪৫৯
তারিখ: ০৭/১১/২০২৫
