1. live@www.dailyhellobangladesh.online : দৈনিক হ্যালো বাংলাদেশ : দৈনিক হ্যালো বাংলাদেশ
  2. info@www.dailyhellobangladesh.online : দৈনিক হ্যালো বাংলাদেশ :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেমরায় যুবদল নেতার বিরুদ্ধে, রিক্সার গ্রেজে এক যুবককে মারধরের অভিযোগ হত্যার পর মা-বাবাকে ঘরের মেঝেতে পুঁতে রাখেন ছেলে চট্টগ্রামে বিএনপির বাঘে – বাঘে লড়াই খাতুনগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রতিবাদে সংবাদ সম্মেলন আড়াইহাজারে আন্দোলন সংগ্রামে সরব বিএনপির দুর্দিনের কান্ডারী মাসুম শিকার ৩০০ আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী, দেখুন তালিকা বিএনপির চাঁদাবাজি নিয়ে সরকারকে দোষ দিলেন রুমিন ফারহানা গাজায় নির্বিচার হামলায় নিহত শিশুর সংখ্যা ২০ হাজার ছাড়াল কক্সবাজারে ইয়াবা সম্রাট মনির বিজিবির হাতে গ্রেফতার ঢাকা-৫ জাতীয় নির্বাচন: বহু প্রতিকুলতার পর মাঠে ফিরেছে উত্তাপ

খাতুনগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম এইচ সোহাগ খান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম খাতুনগঞ্জে সাংবাদিক পরিচয়ে মোসলিম উদ্দিন নামে এক ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে এক কোটি বিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন খাতুনগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ। সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪ টায় খাতুনগঞ্জ এমএস ট্রেড সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

(ছবিতে মিথ্যা বানোয়াট তথ্যদিয়ে তাকে হেনস্থা করে পোষ্টারিং করা হয়)

খাতুনগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স নুরুল ইসলাম এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মোসলেম উদ্দিনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল গালিব লিখিত বক্তব্য পাঠ করেন। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল গালিব বলেন, ব্যবসায়ী মোসলেম উদ্দিন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সুবাদে বিভিন্ন সরকারের প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে বিগত সময়ে তাকে উঠাবসা করতে হয়েছে।

২০২৪ সালের ৫ আগষ্ট, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু স্বার্থন্বেষী ও সুযোগ সন্ধানী মহল নতুন বাংলাদেশের শান্তি প্রিয় মানুষ বিশেষ করে ব্যবসায়ীদেরকে জিম্মি করে বিভিন্ন ছবির ক্যাপশন পরিবর্তন করে, ফ্যাসিস্ট দোসর ট্যাগ লাগিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে, হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবিকারীরা ব্যবসায়ী মুসলিম উদ্দিনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্কমকর্তা, সরকার দলীয় নেতাদের সাথে সামাজিক অনুষ্ঠানের ছবি গ্রামে ও শহরের বাসা-অফিস ইত্যাদির ভিডিও ফুটেজ ধারণ করে ২৮ সেকেন্ডের একটি ভিডিও নিউজ তৈরি করে, যাহাতে মোসলিম উদ্দিনকে ফ্যাসিবাদের দোসর,অবৈধ সম্পদ অর্জনকারী ট্যাগ দেওয়া হয়। ২৮ সেকেন্ডের ভিডিও মোসলিম উদ্দীনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তার মানসম্মান হানি করার ও বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়। একপর্যায়ে চাঁদাবাজ গ্রুপটি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মোসলেম উদ্দিনের অফিসে এসে ভীতি প্রদর্শন করে এক কোটি বিশ লাখ টাকা চাঁদা দাবি করে।

নিরুপায় হয়ে ব্যবসায়ী মোসলিম উদ্দিন আইনের আশ্রয় নিয়ে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে দন্ডবিধি ৩৮৫/৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় পিবিআই বিস্তারিত তদন্ত পূর্বক তদন্ত প্রতিবেদন জমাদিলে বিজ্ঞ আদালত দুইজন ভুয়া সাংবাদিক নামধারী চাঁদাবাজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন, তাহাদের নাম (১) ইফতেখার করিম চৌধুরী (২) মাজেদুল ই

 

মাজেদুল ইসলাম বিগত ৫ অক্টোব বিজ্ঞ চীফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। অপর আসামি পলাতক রয়েছেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। ব্যবসায়ী মোসলেম উদ্দিন ও খাতুনগঞ্জের ব্যবসায়ী সমাজ বিজ্ঞ আদালত সহ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রকৃত সাংবাদিক সমাজের নিকট আহ্বান জানান এইসব চাঁদাবাজদের খুঁজে বের করে এই চক্রের মুখোশ উন্মোচন ও সমূলে উৎপাটন করে ব্যবসায়ী ও জনজীবনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট