আড়াইহাজারে বিএনপির জনসভা থেকে ফেরার পথে যুবদল সভাপতিকে হত্যাচেষ্টা

নিজস্ব সংবাদদাতা: আড়াইহাজারে বিএনপির জনসভা থেকে বাড়ি ফেরার পথে কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলাম কে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে একই ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি কবির হোসেন ও তার ছেলে ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রিজভী ও তাদের সন্ত্রাসী গ্রুপ। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির জনসভা শেষে আড়াইহাজার পুরনো থানার পাশে তার ওপর বর্বরোচিত হামলা চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলার পায়রা চত্বরে অবস্থিত জবেদ আলী হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক অবস্থা স্থিতিশীল হলে রোববার দুপুরে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ফকির জহিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, শনিবার আড়াইহাজার সদরে মঞ্জুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিএনপির জনসভা শেষে ফকির জহির বাড়ি ফেরার জন্য পুরাতন থানার পাশে সিএনজি স্টেশনে আসেন। সেখানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা কবির- রিজভীসহ ১০-১৫ জনের সংঘবদ্ধ দল অতর্কিতে তার ওপর বর্বরোচিত হামলা চালায়।
হামলাকারীদের হাতে লোহার রড, হাতুড়ি, ছেনাসহ দেশীয় অস্ত্র ছিল বলে উল্লেখ করেন প্রত্যক্ষদর্শীরা।
এবিষয়ে আহত ফকির জহির বলেন, আজ থেকে প্রায় ৬ মাস আগে আমার কাকা রিপন এর ওপরও তারা রাতের আঁধারে হামলা করে। দীর্ঘ প্রায় ২ মাস ঢাকা মেডিকেলে আইসিইউতে থেকে তিনি মারা যান। এবিষয়ে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করা হয়েছে। আজ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক ও তার ভাই সুমনের নেতৃত্বে হত্যা মামলার আসামীরা আমার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা করে। আমার মাথায় ১৪ টি সেলাই করা হয়েছে, ডান হাতের হাড় চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। হামলায় অংশ নেয়, শেখ ফরিদ, সেন্টু ছুরা, কবির , পিয়ার আলী, আনোয়ার হোসেন, মোবারক, রিজভী , আমজাদ , সুমন, মজি , সোহাগ, রাজিব। হত্যা মামলার তালিকাভুক্ত আসামীরা বুক ফুলিয়ে উপজেলার সর্বত্র ঘুরে বেড়াচ্ছে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এতে করে দিন দিন তাদের অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছে। আমি এই সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
হামলার ব্যাপারে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। রাজনৈতিকভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমরা বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, পূর্বে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : এম এইচ সোহাগ খান, বার্তা সম্পাদক : মোহাম্মদ ইসমাইল হোসেন, উপদেষ্টা : মোহাম্মদ সাদ্দাম হোসেন
হেড অফিস : মা হলি সিটি টাওয়ার (৩ তয় তলা) সারুলিয়া,ডেমরা,ঢাকা-১৩৬১ আঞ্চলিক অফিস : ২৩৬,নুরুল আফসার চৌধুরী মার্কেট, খাতুনগঞ্জ, চট্টগ্রাম, বাংলাদেশ। মোবাইল : ০১৬১৬-৮৮০৩৩০ ইমেইল: sohagkhan880330@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত