বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না। কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন। তবে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশেই আছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, দেশের জনগণ পিআর না বুঝলেও তা চাপিয়ে দেবার চেষ্টা করছে আট দল। একইসঙ্গে গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে ঝামেলা করছে তারা। আগে ভোটে জেতেন তারপর পিআর বাস্তবায়ন কইরেন। জোর করে জনগণের ওপর চাপিয়ে দিলে সেটা আমরা মানবো না।
প্রকাশক ও সম্পাদক : এম এইচ সোহাগ খান, বার্তা সম্পাদক : মোহাম্মদ ইসমাইল হোসেন, উপদেষ্টা : মোহাম্মদ সাদ্দাম হোসেন
হেড অফিস : মা হলি সিটি টাওয়ার (৩ তয় তলা) সারুলিয়া,ডেমরা,ঢাকা-১৩৬১ আঞ্চলিক অফিস : ২৩৬,নুরুল আফসার চৌধুরী মার্কেট, খাতুনগঞ্জ, চট্টগ্রাম, বাংলাদেশ। মোবাইল : ০১৬১৬-৮৮০৩৩০ ইমেইল: sohagkhan880330@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত