ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের সংলাপে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা শুরু হয়।সভা শেষে ইসি সচিব বলেন, অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে। সেনা ৯০ হাজার থেকে ১ লাখ, পুলিশ দেড় লাখ দায়িত্ব পালন করবে। এছাড়া ভোটে সাড়ে ৫ লাখ আনসার দায়িত্ব পালন করবে।
নানা জায়গায় অগ্নিকাণ্ড ঘটছে। ভোটের পরিবেশ আছে কি? এ প্রসঙ্গে সচিব বলেন, সভায় আগুন লাগার বিষয়ে আলোচনা হয়নি।লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, লুট হওয়া ৮৫ শতাংশ রিকভারি হয়েছে, বাকিটা হয়নি কাজ চলমান।
প্রকাশক ও সম্পাদক : এম এইচ সোহাগ খান, বার্তা সম্পাদক : মোহাম্মদ ইসমাইল হোসেন, উপদেষ্টা : মোহাম্মদ সাদ্দাম হোসেন
হেড অফিস : মা হলি সিটি টাওয়ার (৩ তয় তলা) সারুলিয়া,ডেমরা,ঢাকা-১৩৬১ আঞ্চলিক অফিস : ২৩৬,নুরুল আফসার চৌধুরী মার্কেট, খাতুনগঞ্জ, চট্টগ্রাম, বাংলাদেশ। মোবাইল : ০১৬১৬-৮৮০৩৩০ ইমেইল: sohagkhan880330@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত