খুলনায় লিটন খান নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আবু বক্কার সিদ্দিক লিমনের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের পর থেকে পলাতক রয়েছে লিমন ও তার স্ত্রী চাদনী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নগরীর সোনাডাঙ্গা বসুপাড়ার বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদ এলাকার নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রী চাদনীকে নিয়ে ঢাকায় থাকতেন লিমন। গত চারদিন আগে তারা খুলনায় আসেন। এরই মধ্যে একটি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন ব্যবসায়ী লিটন খান। সেই টাকা থেকে ২০ হাজার টাকা দাবি করছিলেন লিমন। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় টাকা দিতে অস্বীকৃতি জানান লিটন খান।
সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে লিটন খানের স্ত্রী অফিসে চলে গেলে বাড়িতে তাদের ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও পুত্রবধূ স্ত্রী চাদনী ছিলেন। রাত ১১টার দিকে বাড়ি ফিরে দরজায় বাইরে থেকে তালা দেখতে পান লিটনের স্ত্রী। তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় লিটনের গলায় ওড়না পেঁচানো, গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং পাশে রক্তমাখা বটি পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকেই নিহতের ছেলে লিমন ও তার স্ত্রী চাদনী পলাতক রয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি মো. কবির হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। এ হত্যাকাণ্ডে তার ছেলে ও পুত্রবধূ সরাসরি জড়িত। ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।