গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকচাপায় দুমড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা। এ দুর্ঘটনায় নিহত সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। তাছাড়া আহত হয়েছেন একই পরিবারের আরও দুজন।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া চত্বর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন।
নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদীর দশদোনা এলাকার নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলীপুর এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) ও নিহত শিশু সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তামিম (৪)
আহতরা হলেন, নিহত শিশু তামিমের বাবা হাফিজুর রহমান (৪০), মা ছালমা বেগম (৩৫)। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়ক হয়ে নরসিংদী যাচ্ছিলেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। আহত তিনজনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে আহত শিশুটিকে গাজীপুরের শ্রীপুরে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশু তামিম মারা যায়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া জানান, ঘোড়াশালের দিক থেকে আসা ইটের সুরকিবাহী একটি ড্রাম্পট্রাক নরসিংদীগামী যাত্রীবাহী একটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।পরে আহত এক শিশু জেলার শ্রীপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা যায়।
ওসি মো. আলাউদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত ড্রামট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : এম এইচ সোহাগ খান, বার্তা সম্পাদক : মোহাম্মদ ইসমাইল হোসেন, উপদেষ্টা : মোহাম্মদ সাদ্দাম হোসেন
হেড অফিস : মা হলি সিটি টাওয়ার (৩ তয় তলা) সারুলিয়া,ডেমরা,ঢাকা-১৩৬১ আঞ্চলিক অফিস : ২৩৬,নুরুল আফসার চৌধুরী মার্কেট, খাতুনগঞ্জ, চট্টগ্রাম, বাংলাদেশ। মোবাইল : ০১৬১৬-৮৮০৩৩০ ইমেইল: sohagkhan880330@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত