বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।
আজ (১০ সেপ্টেম্বর) দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে তিনি বিবৃতিতে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটে অংশগ্রহণ করেছে। নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আশা করি, তারা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।”
তিনি আরও আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে।
বিবৃতিতে শফিকুর রহমান প্রয়াত চ্যানেল এস সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক : এম এইচ সোহাগ খান, বার্তা সম্পাদক : মোহাম্মদ ইসমাইল হোসেন, উপদেষ্টা : মোহাম্মদ সাদ্দাম হোসেন
হেড অফিস : মা হলি সিটি টাওয়ার (৩ তয় তলা) সারুলিয়া,ডেমরা,ঢাকা-১৩৬১ আঞ্চলিক অফিস : ২৩৬,নুরুল আফসার চৌধুরী মার্কেট, খাতুনগঞ্জ, চট্টগ্রাম, বাংলাদেশ। মোবাইল : ০১৬১৬-৮৮০৩৩০ ইমেইল: sohagkhan880330@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত